Wednesday, December 7, 2011

Let Kolkata Surprise you - A Shadowgraphy Film

The Mystery of Monroe Island - Professor Shonku Adventure - Translation by Victor Kalyan Ghoshe






The Mystery of Monroe Island
Part 2

Suma pointed his finger towards those hillocks. Then he showed us his amazing machine - Telecardioscope. One can hear the heartbeat of any animal from a distance of 10 kilometers (maximum). The machine has a receiver and a knob, one has to turn the receiver and the knob to find out which direction and how far the animal is. The moment, the direction and the distance match, the machine produces the sound of its heartbeat and a coloured light bulb goes ‘beep beep…’ with the rhythm of the beat. If the animal is 10 kilometers away the light glows in dark violet, as the animal comes close, the colours of the bulb changes according to the ‘VIBGYOR’ order and finally becomes Red when the animal is just a kilometer away. When the animal comes within a kilometer range, the machine only produces a louder heartbeat sound and the red light bulb goes uninterruptedly ‘on’.

‘The animal is not changing its place. And I think it’s quite big’ said Suma.

‘How big?’ – I asked

‘Bigger than a human being – as the heartbeat and the size of an animal is inversely proportionate. The heartbeat of a normal sized human being is seventy per minute. And for this animal it is just above fifty.

‘Could it be a tortoise?’ I asked. Huge tortoises are quite common at this part of Atlantic, the other big animals found here are monkeys and deers, but their heartbeat rates are much faster than those of human beings.

‘You might be right Shonku - the way it is lying idle at the same place – it can be a huge tortoise’ – said Suma.

But what is this tortoise doing at the middle of the island - so far from the shore – that’s a big question!

But Saunders didn’t buy the tortoise story at all. He believed that, this was a different animal all together - possibly the only big animal of this island, and for the same reason David should not go alone.

After another few minutes of the light and sound show, Suma switched his machine off. None of us could resist clapping and congratulating Suma for such a great invention. A ‘great dane’ can feel the presence of a creature long before a human being does, but even Rocket must have been feeling very small in front of this machine.

We all were ready to go out to explore, but Bill Callenbauch had some problem. He tried all the medicines he was carrying but they were of no good. Let me come back and give him a ‘miracureall’ - this invention of mine cures any ailment except the common cold in a day’s time. Callenbauch has become desperate now, as he knows that his camera has things to shoot, but he couldn’t get up from bed.
Today also Suma will stay back in the camp; he needs some more time to set up his miniature laboratory.

Three of us set out with Rocket to explore. We know if any animal comes close, Rocket will bark and if it doesn’t, there is nothing to worry.

We are not going towards the hillocks of the central island, as there is very less vegetation. Today we are going to explore the eastern side of the island, we will follow the beach and wherever we find dense vegetation we will enter the forest. We all are armed. Saunders’ is carrying his German Mannlicher rifle, David has Calenbauch’s Barett Automatic, and I am carrying my ‘Anaihilin’ in my vest pocket. When I told Calenbauch about my weapon - that any living creature of this earth would vanish with a little press on its trigger, he told me very clearly that I should not use it if anything appears in front of us.
Because if it vanishes, he wouldn’t be able to capture it in his movie camera.

We decided if someone wants to leave the group to wander alone for some time, then he got to shout frequently to let others know his whereabouts, and he can’t go far from the group. Obviously the rule was for David, because we figured out that his indifferent and lazy nature had disappeared and he seemed to be charged up now. The area through which we are going now has no large rocks or trees so even if one goes a little away from the group he would still be visible.

I have been thinking – Suma’s machine has informed us about only one animal; is there any other animal around? If there are more, are they all beyond ten kilometers? Not possible…
Because I believe this island is much less than 10 kilometers in both length and breadth. Seven days would be sufficient to survey the entire island.

We walked for a mile on the beaches and the landscape changed. Now we had to go inside the island. On our left the first row was of short palm trees and then the forest gradually went thick. There were banana trees, papaya trees, coconut trees and with them there were other known and unknown tall trees. Rock and sand had disappeared from the ground beneath; grass and shrubs took the place.

We three and Rocket entered into the forest.
One thing was very surprising – there were no chirps, no noise of birds. I have never been in a forest - this silent, especially at this part of the earth, where you find hundreds of bird species.
The other sound missing was the sound of reptiles moving through grasses, I felt like we were walking through a cursed forest and the trees are also going to die soon.

After another 10 minutes of walk, the forest became a little thinner and we reached a relatively open place. Another few steps and we had to stop with a shock. David was walking in front of us with a difference of a few steps – suddenly he uttered a shrill cry and stopped. We all walked fast to reach near David to find –
A lot of animal bones and skulls were scattered on that open space. We had to try very hard to identify skeletons from the pile of bones, there were skeletons of some deers, some big reptiles – possibly a couple of Iguanas and of many monkeys. The colours of the bones were brownish yellow which interpreted that they were very old.

This is a proof that there were animals on this island, but they are no more, and we do not have any clue to understand why they have disappeared.

David was quite shocked, and kept quite for sometime and then said –

“That Monster! That monster!
It had finished all these animals.”

We realized the animal whose heartbeat was captured in Suma’s machine, has now become a monster in David’s imagination. But it’s not yet time to be sure about the thought that a creature ate all these animals, they could have died naturally also.
But then again why would all these different species of animals would come to one place and die?

We kept on walking and approached towards a teak wood forest, I could also see some ‘Cedar’ trees in the forest from where I was.
Bougainvillea, jasmine and China rose shrubs were everywhere. I have seen mostly all kinds of teak wood trees, but I have never seen the kind of bright blue patches some of these trees have.

We had to go close to find out what were those blue colour patches; it was not a colour patch on the trunk but was the colour of innumerable honey-comb-like small fruits, which have grown on the trunk.
I should also mention the fragrance. An unknown and very nice scent made the air thick around that area. The mesmerizing blue colour and the scent of this plant stunned all of us. The first one to react was David – he shouted in joy and ran towards the tree to touch the blue thing; we all had to shout to stop him from touching it.

As Saunders touched those fruits with rubber gloves on his hand, they fell on the ground very easily; we collected nearly hundred such fruits in a polythene bag and headed back for the camp. Suma should immediately do the chemical analysis of this fruit, as we have not seen this fruit before. My intuition says this is the plant Dr Munroe wrote about. It’s obvious that this is a parasitic plant, and lives on the teak wood tree.

Suma’s miniature laboratory is ready and he has started the chemical analysis process of the blue fruit. We have learnt that, naked hands can touch this fruit – as it is not harmful to skin. I have been to Callenbauch’s tent and showed him one fruit. He took it in his hands, stared at it for some time and then put it on the bedside table with a sigh. I could make out that he was very unhappy, as he couldn’t shoot the special moment of discovering this plant. Before coming back I gave him one miracurall tablet of mine, as we needed him to document everything. The problem with Callenbauch is that, he doesn’t want to take any medicine, which is not made in America, but now as the situation has gone worst; he has agreed to take one.



13th March, 9:00 pm.

Our expedition will surely be successful – and everyday this faith is getting stronger. At this point of time we cannot even guess, how would this expedition end, but the way things are taking turns, it seems that we would be able to return with some great experience.

Today Callenbauch had a little chicken soup in Lunch. His pulse is still quite weak and he looks feeble - the way his looks had changed in last two days – it’s becoming an issue of our concern.

But even in this situation he asked about the animal. Could we see it? Is it still there or came closer to us?

Telecardioscope is switched off now, as Suma is engrossed in the chemical analysis of the fruit, and we can understand that he is doing well, from his frequent happy shouts. Saunders and I were anxiously observing the process of the research, and of course we knew what was happening.
We could actually see that the presence of all the vitamins in this fruit is being discovered one by one. In Munroe’s age the term ‘Vitamin’ was not formed. Science was a kindergarten student then, and research on food was to start yet another two fifty years later.

Suma got up from his chair at 3pm and uttered two words. First he said ‘amazing’, then he pushed the white handkerchief one fourth of an inch inside his blazer pocket and said ‘and mysterious’.

In the mean time Chalenbauch came and stood behind us so silently that we couldn’t even realize – the moment we had an eye contact, he came forward shook hands with me and said, “Great! Your medicine is great – I am entirely cured.”

What are you saying? It’s just been an hour.
‘Well you can see,’ said Bill Calenbauch with a smile.
I never knew my own medicine could work so fast.
‘And take this – this was there on my table.’

What! This is the tablet I gave you.
It didn’t take long time to solve the mystery. Calenbauch has taken the blue fruit instead of my medicine, as he was not in his full senses in high fever. And the fruit cured him so fast. Calenbauch’s cure is not the only visible virtue of the fruit. The shine in Calenbauch’s eyes is also something to mention; which we have never seen before.
Saunders told Suma, ‘You do not need to do any more research on this; let’s take this fruit as much as possible and lets go back to our country; we will cultivate this plant and surpass all medicine companies in business.

Though Saunders said this very lightly but Suma answered back in a very serious voice. He said he has to carry on with the analysis at least for another day. There are elements in this fruit other than the vitamins, which are yet to be identified.

But Suma had to leave his work and start the cardiograph machine as Calenbauch was requesting him repeatedly. The machine showed the animal in the same place.
‘But his heartbeat is slower.’ Said Suma.
Though we could understand that from the sound itself, yesterday it was fifty, and today it is below forty.
‘My god!’ cried Callenbauch – ‘is it going to die? Why are you guys wasting so much of time for this fruit, when there is such an animal over there?’
Saunders replied – ‘Bill, please don’t be restless as we already got the fruit, now tomorrow onwards we will start surveying the center of the island for the animal.

Callenbauch was not happy at all even after this conversation; he went to his tent –in a disgusted mood.

14th March.

Today we could not go out. It was raining heavily with storm and lightening flashes throughout the day. Callenbauch captured us in his movie camera and recorded our interviews.

David told us stories of pirates after we finished our lunch. My God! this boy has got a huge stock of stories.

‘I have a bad news’– said Suma
‘Whichever element is there other than the vitamins, can’t be analyzed and identified in this small laboratory, that can only be done in big laboratories when we are back. But of course our mission has already been successful – and we will surely be back in another couple of days. Suma had strict orders for us to not to consume the fruit until we analyze it thoroughly.
If such serious sickness of Callenbauch can be cured by only one fruit and in just one hour, then one can only imagine the power of this fruit. Suma thinks though this fruit seems good but he would not be astonished if it turns out to be harmful to human being.
I do not know whether surprisingly high appetite is harmful or not but Callenbauch has eaten three packets of hams in lunch today.

15th March, 7am.

Bad news.

Callenbauch has set out of the camp without telling us anything. We got the news from David Monroe – he and Callenbauch shares one tent, Saunders and me stay in one of the other two and Suma with all his gadgets and machineries stays in the last one.
David woke up in the morning and found Callenbauch’s empty bed. And along with him all his camera equipments, which were there on the table had vanished. He immediately came out of the tent and shouted repeatedly calling Callenbauch, but there was no reply. At last he thought of taking Rocket’s help to find Callenbauch and gave Callenbauch’s handkerchief to Rocket to smell. But when after smelling the kerchief Rocket started running towards those hillocks of the central region, he then called him back.
Suma worked throughout the night and slept in the morning; he was awakened and given the news. He immediately put his Telecardioscope on and showed us that Callenbauch is approaching those hillocks and was three kilometers away from the camp.
We will start in another five minutes. Today is a bright day, and we all are going together. Saunders was disgusted and was repeatedly cursing himself – ‘why did I include him in this expedition’

15th March, 5.30pm.

Everything in my mind has gone hay where, after all these shocking events.
Now we are on the beach, sitting on the semi-dry sand, roughly two kilometers eastward from the central hillock area of the island. Saunders is taking notes in his diary. He has signed contracts with three leading dailies of London to write about this expedition. And today he has opened his diary for the first time.
We could not find Callenbauch, but we found the case of his camera and his tape recorder. And both of them were discovered in very bad condition. Generally he ties up the movie camera with his body by a strap; and if he had been attacked by that unknown creature – the camera must have been with him at that point of time.
David has borrowed Suma’s ‘Mikiki’ revolver and practicing his aim on a single pebble, which he has placed on a huge stone at a distance of fifty yards. And the way his practice is going, it seems that another few days - and he will become a ‘crack shot’.

Suma is walking on the beach. Forty steps left and - forty steps right – with precision. Even after eight hours of exploration, not a single crease is visible on his dress and not even a single hair on his head has moved.
The leather bag which is hanging from his shoulder, has an amazing weapon in it, this one is also made by Suma himself and named ‘Sumagun’.
Sumagun is eighteen inch in height, it has a button instead of a trigger - if been pressed, a needle-headed capsule comes out which contains a deadly poison again made by Suma. If this needle enters any body part of any animal, it dies in three seconds.


Please look for the previous part of this story in the Nov. issue of Megher Khata
And look for the last part in Megher Khata's next issue

Monday, December 5, 2011

Nepal - A Travelogue by Nafia Farzana



আনন্দভ্রমণ


অনেক পরিকল্পনার পর সিদ্বান্ত হল এবার নেপাল ভ্রমণে যাব। নেপালের ভিসা অন অ্যারাইভাল, নিঃসন্দেহে দারুন।গত কয়েকবার ভারত ভ্রমণের সময় ভিসা অভিজ্ঞতা সুখকর ছিলনা তাই এত আনন্দ। কোথায় যাবো, কতদিন থাকবো মোটামুটি দিনক্ষণ সব সেট হয়ে আছে।হটাৎ খবর এলো যে প্লেনের টিকেট কাটা হয়েছে অনিবার্য কারণ বশতঃ তারা সব শিডিউল বাতিল করেছে এবং টিকেটের টাকাও ফেরত দিয়ে দিচ্ছে। যে পরিমাণ আনন্দ ছিল তারচেয়ে বেশি বিষণ্ণতায় মনটা ভরে গেলো। আবার নতুন করে পরিকল্পনা । ছুটির তারিখ আর বিমানের তারিখ ব্যাটে বলে মিলছে না ।অবশেষে নির্ধারিত দিনের ৩ দিন পর একটা প্লেনের টিকেট পাওয়া গেল।মনে হল এ যেন প্লেনের টিকেট নয় লটারির টিকেট পেলাম। প্লেন যখন কাঠমুন্ডুর উদ্দেশে ঢাকা বিমান বন্দর ত্যাগ করল মনে হল লটারির টিকেটের শেষ অঙ্কটা মিলে গেলো। মাত্র এক ঘণ্টা পর রাত সাড়ে নয়টায় পৌঁছে গেলাম কাঠমুন্ডু “ ত্রিভুবন” বিমান বন্দরে।ইমিগ্রেশনের পালা শেষ করে যখন বেরিয়ে এলাম দেখি,আমাদের গাইড দেবেন্দ্র দারিয়ে আছে আমাদের অভ্যর্থনা জানাতে।সম্যকান্তি ,অমায়িক এই ছেলেটি ট্যুর গাইড হিসেবে পার্ট টাইম কাজ করে আর বাকি সময়টা সে একটি কলেজে ট্যুরিজমের উপর শিক্ষকতা করে।

যাত্রা শুরু হল পরদিন সকাল নয়টা থেকে।কাঠমুন্ডু শহরে সয়ম্ভুনাথ মন্দির।পৌরাণিক কাহিনী থেকে জানা যায় মন্দিরটি যে উপত্যকায় সেই উপত্যকাটি একসময় বিশাল পদ্ম ফুলে পরিপূর্ণ একটি হ্রদ ছিল।মঞ্জুস্রী দেব মনুষ্য সমাজের উন্নতি, তথা শান্তির জন্য এই হ্রদে খাল কেটে এর পানি সরিয়ে দেন যা পরবর্তীতে কাঠমুন্ডু ভ্যালী হিসেবে জন বসতি গড়ে উঠে আর তার তপস্যায় হ্রদের পদ্ম গুলি পরিণত হয় পাহাড় এবং এই সয়ম্ভুনাথ মন্দিরে।তারপর আমরা চলে গেলাম পাটান দরবার স্কোয়ার ।ধারনা করা হয় কিরাট রাজ্যসম্প্রদায় চতুর্থ শতাব্দী তে এই স্থাপনা তৈরি করেন। পাটান দরবার স্কোয়ারের সৃজনশীল কাঠ আর ধাতব ভাস্কর্য্ পৃথিবী বিখ্যাত । সেদিনের মত কাঠমুন্ডু ঘুরে চলে গেলাম কাঠমুন্ডু থেকে চৌদ্দ কিলোমিটার দূর অবস্থিত ভক্তপুর। অষ্টম শতাব্দীতে স্থাপিত এই শহর, মাল্লা রাজসম্প্রদায় দ্বাদশ থেকে আঠারশো শতাব্দীতে প্রভূত উন্নতি স্বাধন করেন এই স্থাপনার । ভক্তপুরের এই রাজবাড়ির, লোকালয় মুগ্ধ করার মত। নেপালীরা তাদের ধর্মীয় বিশ্বাস এবং পর্য,টনের খাতিরে অত্যন্ত যত্নের সাথে আগলে রেখেছে শতবর্ষ পুরনো এই শহরটিকে।নয়নাভিরাম এর কাঠের কাজ থেকে চোখ ফেরান দায়।ভক্তপুর থেকে রওনা দিয়ে, পাহাড়ি পথ পাড়ি দিয়ে চলে এলাম একেবারে ৭২০০ ফিট উপর পাহার চুড়ায়, নাগরকোট । চলতি পথে প্রকৃতি তার রূপ পরিবর্তনের নেশায় যেন মেতে উঠেছিল।এখানে মেঘের মাঝে বসত। আমরা যে হোটেলে ছিলাম তাতে একটি ওয়াচ টাওয়ার ছিল, যেখান থেকে হিমালয় দেখা যায়। গল্পে পরেছি, লোকমুখে শুনেছি হিমালয় সূর্যোখদয়ের সাথে সাথে তার রঙ-রূপ বদলায়।এ দৃশ্য না দেখে নাগরকোট থেকে যাওয়াটাই বৃথা। সূর্যোনদয় সকাল পাঁচটায় , তাই রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমানোর পালা সকালের প্রস্তুতি হিসেবে।এখানে রাতে প্রচণ্ড ঠাণ্ডা পরে। সেপ্টেম্বর মাসে আবহাওয়া ঢাকার মত ভেবে গরম কাপড় না নিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি। রাতে আমার ছেলের কল্পলোকের হাজারো প্রশ্ন তার বাবার কাছে।শুনেছে পাহাড়ে ইয়েতী থাকে, তাই ইয়েতী কখন আসবে, ইয়েতীর আম্মু আছে কিনা, বাবু ইয়েতীরা স্কুলে যায় কিনা ইত্যাদি ইত্যাদি । ভোরবেলা মিছিল করে ওয়াচ টাওয়ারে উঠে দাঁড়ালো হোটেলের প্রায় সব লোক, হিমালয় দর্শনের জন্য । দুর্ভাগ্য বৃষ্টি আর মেঘে ঢাকা হিমালয় কোনমতেই লোক সম্মুখে এলেন না।বৃথা নাগরকোট রাত্রি যাপন।বিমর্ষ মনে নাস্তা খেয়ে পরবর্তী গন্তব্যে রওনা দিবো হটাৎ করে তাকিয়ে দেখি জানালার সামনে মেঘের পর্দা সরিয়ে ঝলমল করে তাকিয়ে আছে হিমালয় যেন বিদায় জানাতেই দেখা দিলেন আমাদের। অসাধারন সেই দৃশ্য ভাষায় বর্ণনাতীত। অমনি ঝাঁপিয়ে পরে কিছু ছবি তোলা, দুর্লভ এই মুহূর্তটাকে স্মৃতির পাতায় ধরে রাখার জন্য ।

হিমালয়ে স্মৃতি চোখে নিয়ে নাগরকোট কে বিদায় জানিয়ে যাত্রা শুরু হল চিতোয়ানের উদ্দেশে। বিকেলে পৌঁছে গেলাম জঙ্গল মহলে, সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশে। ৯৩২ বর্গ কিলোমিটার জুড়ে চিতোয়ানের বিস্তৃতি। ছোট্ট পাহাড়ি নদী “নারায়ানী রাপ্তির” পাশে রিসোর্টের ভেতরে একটি কাঠের মাচা, এতে বসেই দেখা যায় হরিণ আর নদীতে ভেসে থাকা ঘড়িয়াল । কোলাহল মুক্ত শান্তির এই আবাসে অনায়াসে ঘন্টা পার করে দেয়া যায় প্রকৃতির এই অপার সৌন্দর্য্ে উপভোগ করে ।দেবেন্দ্র এসে জানালো রাতে আমাদের জন্য থারু সম্প্রদায়ের স্বাংস্ক্রিতিক অনুষ্ঠান আছে। রাত আটটায় অদের অডিটোরিয়ামে ঢুকে খুব একটা ভাল লাগল না। গুমোট জায়গা, টিমটিম আলো ,কাঠের বেঞ্চ পাতা একটা জায়গা। অনুষ্ঠান শুরু হল, সহজ সরল ওদের পালাগান, নাচ, আগুনের খেলা আর ময়ূর নৃত্ত দেখে মন ভরে গেলো।রাতে ফেরার পথে শীত শীত আবহাওয়ায় দেখতে পেলাম কিশোর কিশোরীরা নিজেদের বাড়ীর সামনে দল বেধে নাচছে আর গান গাইছে, মনে হল যেন অনুষ্ঠানের রেশ ধরে রাখতেই এই আয়োজন।পরদিন সকালে হাতীর পিঠে বন বিহার। নেপাল গিয়ে চিতোয়ান না গেলে ভ্রমণটা যেন অসম্পূর্ণ রয়ে যায়। জঙ্গলের ভেতর জ্যন্ত হরিন, বানর, ময়ূর আর গণ্ডার দেখে আমার ছেলে উত্তেজনায় অজ্ঞান প্রায়। দুই ঘন্টা বন বিহার শেষে বেলা এগারটায় চিতোয়ান ছেড়ে পোখারার উদ্দেশে রওনা হলাম।পথিমধ্যে মনকামনায় ক্যাবল কার বা রোপওয়েতে খানিকটা সময় কাটালাম।এখানে মনকামনা দেবীর মন্দিরে স্থানীয় লোকেরা আসেন পূজা দিতে।দেবী সন্তুষ্ট হয়ে তাদের মনের কামনা পুরন করেন।

বিকেলে ফেওয়া লেকের পাশে পাহাড়ে ঘেরা পোখারায় পোঁছে গেলাম। মনোরম পরিবেশ আর মনোলোভা আবহাওয়া। ঠিক তেমনি দোকান গুল পর্যমটকদের মন ভুলানো জিনিসের পসরা নিয়ে হাতছানি দিয়ে ডাকছে।সুবিধে হল প্রায় সব কিছুই ক্রয় ক্ষমতার উর্ধে। তাই শপিংয়ের চিন্তা বাদ দিয়ে দেবেন্দ্র কে জানালাম আকাশে উড়ব মানে পারাগ্লাইডিং করতে চাই আমরা চারজন। বাকীদের চেহারা আতংকিত কিন্তু বাঁধ না মানা এই চারজন ক্ষ্যাপাকে ঠেকানো দায়। ঠিক হল পরদিন সকালে আকাশ পরিষ্কার থাকলে উড়ন হবে। যথারীতি আয়োজন করে বৃষ্টি নামল পরদিন সকালে। দেবেন্দ্র আশ্বাস দিল যখনি আকাশে মেঘ কেটে যাবে নিয়ে যাবে ইচ্ছা পুরনে। ইতিমধ্যে মাউনটেন জাদুঘর, ডেভি’স ফল, মহেন্দ্র গুহা দেখা হবে।সব জায়গাতে ঘুরছি, দেখছি কিন্তু মন থেকে মেঘ কাটেনা। ইচ্ছে হচ্ছিল হাত দিয়ে আকাশ থেকে মেঘ গুলোকে সরিয়ে দিই। আশা ছেড়ে দিয়ে যখন যাচ্ছি দুপুরের খাবার খেতে অমনি সূযির্মামা দেখা দিলেন আকাশে। দৌড়ে গেলাম ফ্লাইং ক্লাবে। পরের টুকু ক্ষুদ্র প্রাণের ইতিহাস ।মেসেডনিয়ান পারাগ্লাইডিং পাইলট নানান কায়দায় বুঝিয়ে দিল কেমন করে দৌড়ে পাহাড় চূড়ার শেষ সীমায় পৌঁছে আকাশে পাড়ি জমাতে হবে। অনেক বুঝলাম কিন্তু সহজ কথাটা পালন করা বেশ কঠিন দু’বার না পেরেই বুঝতে পারলাম। তৃতিয়বার কিছু বুঝে উঠার আগেই আমি নিজেকে আকাশে আবিষ্কার করলাম। মধ্যবিত্ত ক্ষুদ্র এই প্রাণটা হটাৎ পাওয়া স্বাধীনতায় বেসামাল। অলিন্দ আর নিলয় যেন পাল্লা দিয়ে দৌড়াছে । বিশ্বাস হচ্ছে না পাগুলো কি সত্যি সত্যি আকাশে ঝুলে আছে! অনেকক্ষণ আনন্দে আর উত্তেজনায় বাকরুদ্ধ ছিলাম। বিস্ময় ভরা এই চোখে সবই নতুন। পাশে যখন একটা চিল উড়ে গেল নিজেকে তখন মনে হল বিশাল রক পাখির পায়ে ঝোলানো একটি মানুষ । আধ ঘন্টা যেন এক পলকে কেটে গেল। পাইলটের শেখান কায়দায় ফিরে এলাম ধরায়। ঘোর লাগা চোখে তাকিয়ে দেখি আমার ছেলে হাপুশ নয়নে কাঁদছে মা তাকে ফেলে আকাশে চলে গেছে তাই। একে একে আমরা চারজন নেমে এলাম স্বপ্ন মাখা চোখ নিয়ে। পোখারার ঘোরা শেষ করে ফিরে এলাম কাঠমুন্ডুতে, না দেখা দর্শনীয় স্থান গুলো ঘুরে দেখার পালা। রাজা বিরেন্দ্রর রাজবাড়ি “নারায়ানহিতি রয়্যাল প্যালেস” তারমাঝে উল্লেখজজ্ঞ। রাজবাড়ীর রাজকীয় অতিথিদের ছবিতে খুঁজে পেলাম আমাদের রাজনৈতিক চেনা মুখগুলো। বাড়ীর একেবারে পেছনে সেই ভয়াবহ জায়গাটি যেখানে পুরো রাজপরিবারের সকল সদস্যকে গুলি করে হত্যা করে ছিল তাদেরই আত্বজ, ২০০১ সালের পহেলা জুন। চিন্নিত করে রাখা আছে সে জায়গা গুলো। মন টা প্রাসাদের এখানে এসে ভার হয়ে যায়। কিসের নেশায় সেদিন এই ধ্বংসের খেলায় মেতেছিল যুবরাজ আজো তা স্পষ্ট নয়।

কেমন করে চলে গেল এই সাত টা দিন চোখের পলকে।রাত বারোটায় বিমান উড়বে। লবিতে বসে চলে যাবার প্রহর গুনছি দেবেন্দ্র তার আতিথেয়তার শেষ চমকটা দেখাল। সবার জন্য উপহার নিয়ে এসেছে। সিক্ত চোখে বিদায় জানাল। ঢাকায় আসার আমন্ত্রণ জানিয়ে পাড়ি জামালাম গৎবাঁধা প্রতিদিনকার জীবনচক্রে। ধন্যবাদ দেবেন্দ্রকে অসাধারণ একটি ছুটি আমাদের উপহার দেবার জন্য।

Smile of the month




Kid-Zone