Monday, September 15, 2014

Tuesday, September 2, 2014

Safari in Simlipal by Victor Ghoshe - Curtesy Asian Age

Cartoon of the month



A letter to Aditya Chopra on his marriage with Rani Mukherjee from Victor Ghoshe



Dear Aditya,

Congratulations. Shubho Bibaho !


You’ve just married Rani Mukherjee, an award-winning Hindi film star (for us Bengalis film means a lot more than the three hour capsule of entertainment; since Uttam Kumar’s time cinema has been a part of our lives). And on top of that, Rani has been one of our (Bengal’s) strong pillars in Bollywood. You hit the jackpot.
Numerous international magazines wrote about her talent many times. It looks like you found the woman who wouldn’t blab to the whole world that she is married to the ‘Çhopra’ of the Yash Raj banner. Lucky you.
I do have some words of advice for you, from one Bengali guy to another soon-to-be Bengali guy. Yes, you are not currently a Bengali, but you will become one soon enough. See, when one of our women marries a ‘non-bong’, she doesn’t become an African or an American or a German or a Punjabi or a Tamilian or a Marathi; but ‘he’ becomes more like us (well, almost all of them - Amitabh Bachchan is an exception). Wikipedia says you were born on 21 May 1971. And was diagnosed with severe APD (Antisocial personality disorder) as a child and recovered from the disorder through your teenage.” With your medical history (whatever it was) you will surely get a super-special care from Rani..... “Thanda legey jaabe” at any time of the year, being one of the many. Get ready with your mufflers, woollen caps (including the monkey-head-shaped ones), scarves, sweaters, gloves and every possible warm clothing of this world.
You were born in Mumbai. As per your online biographies, you never dated any Bengali woman and were married to Payal Khanna, until your divorce in 2009... that means you were never connected much with a Bong woman. Strap yourself in for the ride.
I have been known to get a little upset when Bengali girls marry non-Bengalis. But most of the time, they turn those non- Bengali guys into Bengalis. And when that happens, I’m all for it. Our culture is strong. It is contagious. And though you are Aditya Chopra, you will not be immune to this phenomenon.
Oh, and by the way, there are tens of thousands of Bengalis named “Aditya.” My uncle is one of them and three of my friends. And it’s not Bengalicised or anything. It’s just “Aditya” and spells the same way. Though most of the times we say it a little differently with a double ‘T’ (like Aditto) – that’s in the blood you know. We will be able to say your name just fine. And you won’t be the first couple to be named “Aditto and Rani” either. So you’ll fit right in.
Ok, let’s talk about a few things.
Get ready to go to Kolkata and explore. We Bengalis are extra proud of where we come from. And Kolkata Bongs are extra special super-duper over-the-top proud of where they come from. West Bengal is a beautiful state of our country and you will have a great time. But people are a little laidback in Bengal, so don’t be surprised if some middle aged Bengali tells you, “Hey, I loved your work in Mohabbatein.” He might not have seen Rab ne Bana Di Jodi yet. Try not to ruin it for him. Also, while parts of rural-scapes around Kolkata are really beautiful, don’t be alarmed if most of it looks like it was all unkempt and low in cleanliness. This is normal in our part of the world.
Also, you are marrying an actress who has won numerous awards and nominations, including seven Filmfare Awards, and her film roles have been cited as a significant departure from the traditional portrayal of women in mainstream Hindi cinema. We Bengalis are political animals, and I imagine Rani is no exception as I know in addition to acting in films, she has been actively involved with several humanitarian causes and is vocal about issues faced by women and children. So you will be learning much about the ins and outs of Bengali history and politics over the last three centuries. If you haven’t yet, you will probably be receiving some lectures on the ‘Emergency period of the seventies’, Marxism and ‘International labour laws’. Sit back and listen. You will learn a lot. And it will all be true. You’ve been in Bollywood for a long time; so much of it may come as a shock at first. This is normal. But you’re not just marrying any girl. You’re marrying a girl who is an educated Bengali celebrity. And there’s nothing we Bengalis love more than talking about Indian politics and how it has been betraying Bengal since… well, since forever. And there might be some anger directed at Northern India. But remember, we don’t hate North Indians. We just hate North Indian politics.
Oh, and we have to talk about the wedding. You may have hoped for a small, tactful affair. I wouldn’t be too optimistic. Bengali parents like to brag when their daughter marries someone really accomplished like a doctor, an engineer, or an owner of three or more medicine shops (as we believe medicine business can never go low in business). But this Bengali daughter is marrying (has married) freakin’ Aditya Chopra! She’s married Dhoom! She’s married Chak De India! She’s married Gunday! (Yes, I know Gunday wasn’t your proudest moment, but you know what I mean.)
After the wedding, the size of your family must have immediately grown a hundred times over. Just wait and watch – you will soon become a cousin to more individuals than you ever dreamt was possible and will be called Aditto-da every passing moment. You will hold hands with men and women and dance in circles. You will need to learn the “change the light bulb” and “windshield wiper” moves. I have a video that might help (I’ll send you the you-tube link).
I know your weddings can create a sort of sensory overload and your “Meri brother ki dulhan” might look like a small birthday party in comparison.
Incidentally, now that you have a Bengali wife who will surely advocate for Bengal at the dinner table. But let me also tell you the positive side of it – if you were ever going to run for a political office in Bengal and join Didi, you definitely will win with 99.9% of the vote.
Finally, Aditya you have inspired many Punjabi boys. If you can snag an accomplished, intelligent, beautiful, worldly, multilingual Bengali genius actress with a functioning family and an existing wife at home then maybe even Mika can too.
So, welcome to the family. You’re going to have more fun than you ever imagined.

Sincerely,
Victor Ghoshe

5 new Indian destinations (you’ve not heard of)

5 more Indian destinations (you’ve not heard of)

by Anurag Mallick & Priya Ganapathy


GARAMUR, MAJULI, ASSAM
Luit ghat sunset, Garamur, Assam. Photo credit: Google
In one line: Visit now, before the Majuli gains world heritage status and the tourists arrive.
At Garamur satra, a gigantic yellow sculpture of Garuda broods in solitude as the still air is broken by the sound of adolescent storks clattering their beaks in the trees above. One of the largest riverine islands in the world, Majuli’s geographic isolation and serene atmosphere drew Vaishnava saint Srimant Shankardev (1449-1568), who set up Majuli’s first satra (monastic centre) at Belguri. Patronised by Ahom kings, music, dance, theatre and the arts prospered at the various satras. Over the years the Brahmaputra river has shrunk the 1,200sq km island to its present size of 460sq km. Its fragile environment and unique cultural landscape make Majuli an aspirant for the UNESCO World Heritage tag.
Stay in bamboo cottages like La Maison D’Ananda (House of Joy), Me:Po Okum (House of Happiness) and Do:Ni Polo (named after Sun-Moon, the Mishing gods) modelled after a Chang ghar, an ethnic hut of the Mishing tribe. Feast on Mishing cuisine like fish, duck and bamboo shoot and catch blazing sunsets at Luit Ghat. On riverside walks to tribal settlements watch young girls catch fish in swamps as women clatter away on looms to weave mirizim (ethnic shawl) and homespun textiles. The raas festival in October-November is a great time to visit.
Make it happen: La Maison D’Ananda: +91 995 718 6356 (Manjeet); danny002in@yahoo.com. Me:Po Okum: +91 943 520 3165



POPPALWADI, GOA
In one line: An eco-camp so remote that you’re picked up from a more accessible location.
With no electricity, phones or roads, Off The Grid is a unique homestay experience in the Western Ghats run by white-water specialist John Pollard and his wife Sylvia Kerkar, a pottery artist. Eco-friendly, small, organic, rustic and ultra-low impact, the camp has adapted well to its remote environment. Located 600m above sea level on the Goa Karnataka border, it has a wonderful climate all year round. Solar-powered LED lights provide lighting and the use of cool materials and maximized ventilation offsets the lack of fans. Water is tapped from a waterfall above the property. Stay in teepee tents with attached bathrooms or airy rooftop rooms with sit-outs. In the absence of nearby shops, the camp grows as much food as they can. Oven-fired pizzas, homemade breads, barbecues with a smattering of Japanese, Indian and Italian dishes provide enough culinary variety. Go on guided walks to a private waterfall, nature treks, night safaris and off-road drives to Dudhsagar waterfall. Being a remote property, guests are brought from the pick-up point at Castle Rock.
Make it happen: Ph +91 832 325 8928, +91 962 345 1758; info@kalirafting.com, sylviakerkar@yahoo.com; www.farmoffthegrid.com

JAWAI, RAJASTHAN
Jawai Leopard Camp, Rajasthan
In one line: India’s coolest, newest leopard-spotting destination.
Equidistant from Udaipur and Jodhpur, and an hour’s drive away from the Jain temple at Ranakpur and the UNESCO World Heritage Site of Kumbhalgarh Fort, is Jawai Leopard Camp. It is located upstream of Jawai Bandh, one of western Rajasthan’s largest reservoirs, which is abuzz with flamingos, geese, cranes and other migratory birds. However, leopards are Jawai’s main attraction and the camp is virtually enclosed by leopard country.
Stay in luxurious tents with a private deck offering an uninterrupted view of the wilderness and the dramatic landscape of granite formations, scrub and sandy riverbeds. Experienced guides help you track the elusive big cats in customized 4x4 safari jeeps. Wildlife trails may also reveal the Indian wolf, sloth bear, antelope and smaller game which all coexist with vibrant Rabari herdsmen.
Make it happen: +91 11 4617 2700; reservations@sujanluxury.com www.sujanluxury.com

MAINPAT, CHHATTISGARH
Mainpat, Chhattisgarh. Photo credit: Google
In one line: Because not many have yet heard of a Tibetan settlement in the hills of central India.
You may have visited the gompas of Dharamsala, Sikkim or Ladakh and even the gilded monasteries of Bylakuppe in Karnataka, but a Tibetan settlement in the hills of central India? Now that’s a find! After the Chinese invasion of Tibet in the 1960s, one group of Tibetan refugees working in road construction at Sitapur arrived at Mainpat (now in central Chhattisgarh). Amazed by its cool climes, the Tibetan delegation surveyed the land and nearly 3,000 acres of wild tract was allocated to them with the consent of the Home Ministry.
Today, the group of 62 plateaus perched at 3,200ft wears a different look with prayer flags fluttering in the breeze. A 30km ascent from the base of the hill through forests of sal and bauxite mines leads to Mainpat. Divided into seven camps that support a 2,000-strong population, the key attraction is the Thakpo Shedupling Monastery. Built in 1970, it houses old thangkas, wall murals and a solar heater that boils water and cooks rice in just 30 minutes. Stay in Swiss tents at Mercury Resort & Restaurant with Tibetan food and bamboo décor. Head to scenic viewpoints like Mehta Point, Tiger Point and Jaljali or visit farms of potato and tau (buckwheat)—good for controlling blood pressure and cholesterol.
Make it happen: Chhattisgarh Tourism Board: +91 771 402 8635/6 www.chhattisgarhtourism.net

URAKAM, KERALA
In one line: Learn pottery from the masters in God’s own country.
Thrissur is the undisputed centre of Keralan art and culture. But there’s more to it than Guruvayoor School of art, Kerala Kalamandalam, and Pooram, the majestic festival of caparisoned elephants. A 10-km drive from town takes you to Urakam where Clayfingers Pottery teaches you to shape earth into things of beauty. Set in peaceful rustic surroundings by a river, this multi-disciplinary 15,000sq ft pottery studio is a resurrected brick and tile factory that was built in the 1950s. Offering artist in residence programmes and internship courses, Clayfingers allows you to discover or hone your skills at clay modelling and glazing from national and international experts. Visit the pottery village Kumbhara gramam at Cheruthuruthy to watch traditional potters practising a craft that has withstood the onslaught of time for generations.
Make it happen: +91-480 2792234; info@clayfingerspottery.com; www.clayfingerspottery.com
- See more at: http://www.cntraveller.in/story/10-hot-new-indian-destinations-you-ve-not-heard#sthash.czBFhw32.dpuf

Travelogue of the month - Bali by Nafia Farzana



দ্বীপ কন্যা বালি


ভারত মহাসাগরে ১৭,০০০ থেকে ১৮,০০০টি ছোট বড় দ্বীপ নিয়ে মোতির মালার মত ইন্দোনেশিয়া রাষ্ট্রটি গড়ে উঠেছে। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ দ্বীপপুঞ্জ । নীল জলরাশির মাঝে পাহাড় আর সবুজে ঘেরা ছোট্ট একটি দ্বীপ কন্যা “বালি” । পর্যটনের পুণ্যভূমি বালিতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে ঘুরতে আসে। এখানকার পর্যটকদের মাঝে অস্ট্রেলিয়ান আর চীনারাই বেশী তবে ইদানিং ভারতীয়দের সংখ্যাও নেহায়েত কম নয়। অনেকগুলো সমুদ্র সৈকতের মাঝে আমরা “কুটা” সৈকতটিকে বেছে নিলাম থাকার জন্য। কুটা বালির রাজধানী “দেনপাসার” এ অবস্থিত আন্তর্জাতিক বিমান বন্দরের খুব কাছে গড়ে ওঠা ছিমছাম একটি সমুদ্র শহর। এখানে হোটেলের জানালা দিয়ে সামনের ভারত মহাসাগরের নীল জলরাশি দেখে চোখটা জুড়িয়ে যায়।
বালি মূলত হিন্দু প্রধান দ্বীপ। এখানে ৯০ শতাংশ অধিবাসী হিন্দু। তাই দ্বীপটির পুরাতাত্ত্বিক স্থাপনার ক্ষেত্রে নানা রকমের মন্দির উল্লেখযোগ্য । আনাচে কানাচে ছরিয়ে আছে ছোট বড়, একাল সেকালের অনেক অনেক মন্দির। সারা শহর দেবতার নৈবদ্যে দেয়া ফুলের গন্ধে সারাক্ষণ মম করে । কাঠগোলাপ এখানকার জাতীয় ফুল। যেকোনো রেস্তোরাঁ ও হোটেলে গেলে অতিথিদের তারা এই কাঠগোলাপ এর মালা দিয়ে বরণ করে অথবা কানে গুঁজে দেয় এই ফুল। এখানকার মন্দির গুলোর স্থাপত্য নেপাল বা ভারতের মন্দির গুলো মত নয়। এতে বাহারি কারুকাজ তেমন চোখে পরেনি যেমনটা অন্যান্য দেশে দেখা যায়। সরু মতন মন্দির গুলির চূড়াগুলি থাক থাক করে বানানো এবং খড়ের তৈরি। এখানকার উল্লেখযোগ্য মন্দির গুলো হল bat cave temple, Tanah lot, Besakih temple, Pura Taman Ayun temple, Holy Water Temple Bedugul temple.আমাদের কাছে সবচেয়ে সুন্দর লেগেছে “Tanah lot” নামক মন্দিরটি। সমুদ্রের মাঝে একটি মাত্র পাথরের উপর খাঁজ কেটে কেটে এই মন্দিরটি তৈরি। এখানকার লোকদের ধারনা এই বিশাল পাথরটি ভারত থেকে সাগর দিয়ে ভাসতে ভাসতে এখানে এসেছ। “নিরর্থ” নামক একজন মুনি এই পাথরে বসে ধ্যান করতেন এবং পরবর্তীতে একে মন্দির বানিয়ে তোলেন সমুদ্র দেবতার তুষ্টির জন্য। তাকে সাহায্য করতে এগিয়ে আসে ৭টি বিশাক্ত সামুদ্রিক সাপ। মন্দিরের উলটো দিকে এখনো এই সাপ দেখতে পাওয়া যায়। এখানকার হিন্দুরা যেমন ভালো দেবতাদের পুজো দেন তেমনি মন্দদের ও তুষ্ট রাখেন। এখানকার পার্বণে পশু-পাখি বলি দিয়ে “বারং” নামক দুষ্টু দেবতা কে তুষ্ট রাখা হয়। ছবিতে দুর্গার পায়ের কাছে “বারং” এর অবস্থান দেখে ধরে নিলাম উপমহাদেশের “রাবন মামা” এত দূর এসে বোধ হয় এই নাম ধারন করেছেন।
বালিতে গিয়ে একবেলা “জিম্বারান” সমুদ্র সৈকতে না খেলে এই সৈকতের তাৎপর্য ও সৌন্দর্য বোঝা কঠিন। এখানে বালুর উপর সারি সারি টেবিল পাতা রয়েছে আর সামনে অনিরুদ্ধ অপার সাগর। অস্তমান সূর্যটি লাল আভা ছড়িয়ে পরিবেশটিকে আরও মোহময় করে রেখেছে যেন আমাদেরি জন্য। এই দৃশ্য দেখে হাজার বছর পার করে দেয়া যায় । কিছুক্ষণ পর যখন টেবিল গুলো তে মম্ বাতি গুলো রেখে দিয়ে গেলো আর সামনে বালিনিজ মেয়েরা ঘুরে ঘুরে তাদের লোকনৃত্য পরিবেশন করে দেখালো মনে হল যেন স্বপ্নের ভুবনে আছি। আমাদের মত ছাপোষা মানুষদের এই ক্ষুদ্র জীবনে এমন স্বপ্নিল সময় কালেভদ্রে আসে। সূর্য ডোবার সাথে সাথে চলে এল রাতের খাবার, নানা পদের সামুদ্রিক মাছ। এরই মাঝে এক দল লোক গিটার আর ড্রাম বাজিয়ে গান গেয়ে গেয়ে সবাইকে শোনাচ্ছে আর আনন্দ দিয়ে বেড়াচ্ছে। প্রান ভরে উপভোগ করে নিলাম এই অপূর্ব মুহূর্তটাকে।
এখানে ঘুরে বেরানোর চমক ছিল সমুদ্র সৈকতের পাশ দিয়ে যেতে যেতে হটাৎ নিজেকে পাহারি রাস্তায় আবিষ্কার করা । পাশ ফিরে দেখি একটি বড় পাহাড় দেখা যাচ্ছে মনেই হচ্ছিল না যে আমরা এই কিছুক্ষণ আগে সাগরের পাশ দিয়ে এসেছি । বালির কিন্তামানি গ্রামে “মাউন্ট বাঁটুর” দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের। এটি বাঁটুর লেকের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে। ১৯৬২-৬৪ সালে শেষ বার এতে আগ্নেয়গিরির উদ্গিরণ হয়েছিল। এখনো এর আসে পাশে পুরনো কালো কালো লাভা জমে আছে যা কিনা এর পাশ দিয়ে যাবার সময় দেখা যায় । মাউন্ট বাঁটুরের উলটো দিকে পাহাড়ের গায়ে অনেক গুলি ঝুলন্ত বা hanging রেস্তোরাঁ তৈরি হয়েছে। হিম হিম পরিবেশে খেতে খেতে মাউন্ট বাঁটুর আর লেকের দারুন এই দৃশ্য অবলোকন করা যায় রেস্তোরাঁর ঝুলন্ত বারান্দা গুলি থেকে।
একদিন “উবুদ” নামক ছোট্ট একটি ছিমছাম শহর ঘুরে বেড়ানোর সুযোগ এলো। এটি কুটা শহর থেকে ৩৫ কিলমিটার দূরে অবস্থিত নানা রকম শিল্প কর্মের জন্য বিখ্যাত একটি শহর। বিশেষ করে কাঠ আর রুপার তৈরি জিনিষের জন্য । একটি কাঠের কারখানা দেখে মনে হল গাছের কোন অংশকেই এরা ফেলনা মনে করেনা । আগা-গোঁড়া, শিকড়-ডাল পালা সব কিছু দিয়ে দারুন দারুন সব ভাস্কর্য তৈরি করে রেখেছে এখানকার শিল্পীরা । আর তাই বালিনীজ কাঠের কাজের পৃথিবী জোরা নাম। কাঠের কাজের যে শিক্ষক তাকে তারা উস্তাদ বলেই সম্মান করেন। ঊবুদ রাজার বাড়ি “ Ubud Palace” একটি অংশে এখনো রাজার বংশ পরম্পরায় বাস করেন। তাই খানিকটা ঘুরে দেখা যায় খানিকটা ঘুরে দেখায় বিধি নিষেধ আছে। উবুদ রাজ বাড়ির কাছেই রয়েছে উবুদ art market নামকরা হস্ত শিল্পের বাজার। এখানে ঝিনুক, বাটিকের কাপড়, কাঠ আর সিরামিকের নানা রকমের জিনিসে ঠাসা। বালিতে পুরুষ এবং মহিলারা এক ধরনের লুঙ্গি ব্যবহার করেন যার নাম “সারঙ”। Temple গুলোতে তে ঢোকার সময় “সারঙ” পরিধান করা বাধ্যতামূলোক বিশেষত যারা হাঁটুর উপর জামা কাপড় পরে থাকেন। এখানে একটি মন্দির আছে যার নাম “ holy water temple” এখানে পুন্য লাভের জন্য বালিনীজরা গঙ্গা স্নানের মতই স্নান করেন। উবুদ শহরটি এতই ছোট যে পায়ে হেঁটে পুরোটা শহর ঘুরে দেখে ফেলা যায়।
বালি তে আসার আগে অনেকেই বলেছিলেন বালিতে বৈচিত্রের অভাব আছে বেশী দিন ভালো লাগে না। আমরা ঈদের পর দীর্ঘ সময় বালি ঘুরবো বলে পরিকল্পনা করেছি তাই এমন মন্তব্যে কিছুটা দ্বিধান্বিত হয়ে পরেছিলাম । এসে দেখলাম ভুল করি নি। যে জায়গাতে ঘুরতে যাচ্ছি যাবার আগে কিছুটা পড়ালেখা করে গুছিয়ে নিলে পৃথিবীর সব জায়গাই আনন্দময় আর বৈচিত্রে পরিপূর্ণ । শেষের দিনটি আমরা ঠিক করেছিলাম একটু অন্য রকম করে কাটাবো তাই বেছে নিলাম “Turtle Island” আর “বালি হাই ডিনার ক্রুজ”। Turtle Island হল সহজ ভাষায় কচ্ছপের হ্যাচারি । এখানে নানা বয়সী কচ্ছপের সাথে মোলাকাত এবং সাথে ছবি তোলার সুব্যবস্থা আছে । এই দ্বীপ এ যাবার সময় একটা বড় পাউরুটি ধরিয়ে দেয়া হয়। মাঝ সাগরে গিয়ে “glass bottom boat” টি খানিক্ষন দাঁড়িয়ে থাকে সেই সময় পানিতে পাউরুটি গুলি ছিঁড়ে ছিঁড়ে দিলে নানা রঙের মাছ এই পাউরুটি খাবার আশায় এসে নৌকার নীচে এসে ভিড় জমায় যা কিনা নৌকার নীচের গ্লাস দিয়ে দেখতে দারুন লাগে। পানিতে নেমে, পানির উপর যত প্রকারের আনন্দ করা যায় সব কিছুর ব্যবস্থা আছে এই ছোট্ট দ্বীপটিতে । banana boat riding, para-sailing, under water walking, scuba diving কি নেই।
এক বিকালে আমরা গেলাম “Bali High cruise” এ করে খানিকটা ভিন্ন স্বাদের নৌ-বিহারে ।একটি পোর্ট থেকে একটি মাঝারি আকারের একটি জাহাজ ছেড়ে দেয় যাত্রী সহ। সাগরের মাঝে গিয়ে বেশ খানিক সময় নোঙ্গর ফেলে রাখে। জাহাজের ভেতর রয়েছে রাতের খাবারের ব্যবস্থা আর সাথে গান পরিবেশন। বালিনিজ ছেলে গুলির কণ্ঠে হিন্দি গান শুনতে শুরুতে কেমন যেন লাগছিল কিন্তু পরে মন্দ লাগে নি । একে একে ওরা সেই ৮০ দশকের Labamba, Last Christmas, Eagles এর Hotel California গান গুলো গেয়ে শুনাচ্ছিল আর আমরা ফিরে গিয়েছিলাম কৈশোরের দিন গুলোয় যখন কেবল ইংরেজি গান শোনা শুরু করেছিলাম। রাতের বেলায় জাহাজ ফিরিয়ে দিয়ে গেলো আবার তীরে এবার ঘরে ফেরার পালা। ঘুরে বেড়ানোর ক্ষন গুলি অমূল্য। এক জায়গায় বার বার ফিরে আসা যায়না তাই যতক্ষণ থাকা হয় প্রান ভরে এর সৌন্দর্য , এর আনন্দ উপভোগ করে স্মৃতির মণিকোঠায় রেখে দিতে হয়। অবসরে বসে ভ্রমণের ছবি দেখে আর অনুভব করে কেটে যায় কতকটা সুখের সময়।

Nafia Farzana is a practicing psychiatrist, who works and lives in Dhaka, Bangladesh.

Photograph credit Author.