Sunday, February 24, 2013

Gurukul punishment for weak student's in ancient India




Scientific Reason behind ancient Indian Punishment :

Remember our ‘good’ old day school punishments? Holding the earlobes with arms crossed over your chests, bending the knees and then sit and then stand and so on till one drops?

This form of punishment has been in practice in our country since the Gurukul time and was given to the students who were weak in studies. Originally It was meant for weak students only.

Talking about the logic behind this punishment, it is interesting to know that this particular posture increases the blood flow in the memory cells in brain and synchronizes the right and left side of the brain to improve function and promote calmness, stimulates neural pathways via pressure points in the earlobe, sharpens the and also helps those with autism, asperger’s syndrome, learning difficulties and behavioral problems.

Forgotten Hero - who saved trillions of lives




Dr. Jonas Salk - the Inventor of Polio Vaccine.

His invention was a great thing, but whats greater about him is he did not patent the vaccine and make personal profit.

If he had patented the vaccine, he would have been a very rich man but millions of poor children would have been deprived of the life saving vaccine. When he was asked in a televised interview who owned the patent to the vaccine, Salk replied: "There is no patent. Could you patent the sun?".

The world celebrates Bill Gates, Steve Jobs, and many more for giving us high Tech gadgets, but here is a man who has saved many of our lives but we don’t even remember him now. Is it time?

Smile of the month




Fatehpur Sikri – a forsaken legacy by Victor Kalyan Ghoshe

Fatehpur Sikri – a forsaken legacy


Fatehpur Sikri (district Agra, Uttar Pradesh, India). Built near the much older city of Sikri, this historical city was first named Sikrigarh, was constructed by Rajput Raja's last Emperor Maharana Sangram Singh beginning in 1500. At the seventh attack by Akbar, Rajput left the Palace, and Sikrigarh was named Fateh(victory)pur Sikri. There was a temple of Rajputs Kuldevi (named Chamad Devi) in front of Lal Darwaja of Sikrigarh. After Akbar's victory, Sikrigarh served as the capital from 1571 to 1585. He was named Salim to honour the saint and would later rule the empire as Emperor Jahangir. Here after the second birthday of Jahangir in 1571, Akbar then 28 years old, decided to shift his capital from Agra to the Sikri ridge, to honor Salim Chishti, and commenced the construction of a planned walled city which took the next fifteen years in planning and construction of a series royal palaces, harem, courts, a mosque, private quarters and other utility buildings. He named the city, Fatehabad, with Fateh, a word of Arabic origin in Persian, meaning "victory", it was later called Fatehpur Sikri. It is at Fatehpur Sikri that the legends of Akbar and his famed courtiers, the nine jewels or Navaratnas, were born.

One of them, musician and singer Tansen is said to have performed on an island in the middle of the pool Anup Talao. Built during the 16th century, the Fatehpur Sikri is one of the best preserved collection of Mughal architecture in India.
According to contemporary historians, Akbar took a great interest in the building of Fatehpur Sikri and probably also dictated its architectural style. Seeking to revive the splendours of Persian court ceremonial made famous by his ancestor Timur, Akbar planned the complex on Persian principles. But the influences of his adopted land came through in the typically Indian embellishments. The Easy availability of sandstone in the neighbouring areas of Fatehpur Sikri, also meant that all the buildings here were made of the red stone. The imperial Palace complex consists of a number of independent pavilions arranged in formal geometry on a piece of level ground, a pattern derived from Arab and central Asian tent encampments. In its entirety, the monuments at Fatehpur Sikri thus reflect the genius of Akbar in assimilating diverse regional architectural influences within a holistic style that was uniquely his own.

The Imperial complex was abandoned in 1585, shortly after its completion, due to paucity of water and its proximity with the Rajputana areas in the North-West, which were increasingly in turmoil. Thus the capital was shifted to Lahore so that Akbar could have a base in the less stable part of the empire, before moving back Agra in 1598, where he had begun his reign as he shifted his focus to Deccan. In fact, he never returned to the city except for a brief period in 1601. In later Mughal history it was occupied for a short while by Mughal emperor, Muhammad Shah
(r. 1719 -1748), and his regent, Sayyid Hussain Ali Khan Barha, one of the Syed Brothers, was murdered here in 1720. Today much of the imperial complex which spread over nearly two mile long and one mile wide area is largely intact and resembles a ghost town. It is still surrounded by a five mile long wall built during its original construction, on three sides. However apart from the imperial buildings complex few other buildings stand in the area, which is mostly barren, except of ruins of the bazaars of the old city near the Naubat Khana, the 'drum-house' entrance at Agra Road. The modern town lies at the western end of the complex, which was a municipality from 1865 to 1904, and later made a "notified area", and in 1901 had a population of 7,147. For a long time it was still known for its masons and stone carvers, though in Akbar time it was known and 'fabrics of hair' and 'silk-spinning'. The village of Sikri still exists nearby.

Architecture of Fatehpur Sikri

Fatehpur Sikri sits on rocky ridge, 3 kilometres in length and 1 km wide, and palace city is surrounded by a 6 km wall on three side with the fourth being a lake at the time. Its architect was Tuhir Das and was constructed using Indian principles. The buildings of Fatehpur Sikri show a synthesis of various regional schools of architectural craftsmanship such as Gujarat and Bengal. This was because indigenous craftsmen from various regions were used for the construction of the buildings. Influences from Hindu and Jain architecture are seen hand in hand with Islamic elements. The building material used in all the buildings at Fatehpur Sikri, palace-city complex, is the locally quarried red sandstone, known as 'Sikri sandstone'. It is accessed through gates along the five-mile long fort wall, namely, Delhi Gate, the Lal Gate, the Agra Gate, Birbal's Gate, Chandanpal Gate, The Gwalior Gate, the Tehra Gate, the Chor Gate and the Ajmere Gate.

Some of the important buildings in this city, both religious and secular are:

• Buland Darwaza: Set into the south wall of congregational mosque, the Jama Masjid at Fatehpur Sikri, this stupendous piece of architecture is 54 metre high, from the outside, gradually making a transition to a human scale in the inside. The gate was added some five years later after the completion of the mosque ca. 1576-1577 as a 'victory arch', to commemorate the Akbar's successful Gujarat campaign. It carries two inscriptions in the archway, one of which reads: "Isa (Jesus), Son of Mary said: The world is a bridge, pass over it, but build no houses on it. He who hopes for an hour may hope for eternity. The world endures but an hour. Spend it in prayer, for the rest is unseen".
The central portico comprises three arched entrances, with the largest one, in the centre, is known locally as the Horseshoe Gate, after the custom of nailing horseshoes to its large wooden doors for luck. Outside the giant steps of the Buland Darwaza to left is deep well.

• Jama Masjid: It is a Jami Mosque meaning the Friday Mosque congregational mosque, and was perhaps one of the first buildings to come up in the complex, as its epigraph gives AH 979 (A.D. 1571-72) as the date of its completion, with a massive entrance to the courtyard, the Buland-Darwaza added some five years later. It was built in the manner of Indian mosques, with iwans around a central courtyard. A distinguishing feature is the row of chhatri over the sanctuary. There are three mihrabs in each of the seven bays, while the large central mihrab is covered by a dome, it is decorated with white marble inlay, in geometric patterns.

• Tomb of Salim Chishti: A white marble encased tomb of the Sufi saint, Salim Chisti (1478–1572), within the Jama Masjid's sahn, courtyard. The single-storey structure is built around a central square chamber, with has the grave of the saint, under an ornate wooden canopy, encrusted with mother-of-pearl mosaic. Surrounding it is covered passageway for circumambulation, with carved Jalis, stone pierced screens all around with intricate geometric design, and an entrance to the south. The tomb is influenced by earlier mausolea of the early 15th century Gujarat Sultanate period. Other striking features of the tomb are white marble serpentine brackets, which support sloping eaves around the parapet.
On the left of the tomb, to the east, stands a red sandstone tomb of Islam Khan I, son of Shaikh Badruddin Chisti and grandson of Shaikh Salim Chishti, who became a general in the Mughal army in the reign of Jahangir. The tomb is topped by a dome and thirty-six small domed chattris, and contains a number of graves, some unnamed, all male descendants of Shaikh Salim Chisti.

• Diwan-i-Aam : Diwan-i-Am or Hall of Public Audience, is a building typology found in many cities where the ruler meets the general public. In this case, it is a pavilion-like multi-bayed rectangular structure fronting a large open space. South west of the Diwan-i-Am and next to the Turkic Sultana's House stand Turkic Baths.

• Diwan-i-Khas: the Diwan-i-Khas, or Hall of Private Audience, is a plain square building with four chhatris on the roof. However it is famous for its central pillar, which has a square base and an octagonal shaft, both carved with bands of geometric and floral designs, further its thirty-six serpentine brackets support a circular platform for Akbar, which is connected to each corner of the building on the first floor, by four stone walkways. It is here that Akbar had representatives of different religions discuss their faiths and gave private audience.

• Ibadat Khana: (House of Worship) was a meeting house built in 1575 CE by the Mughal Emperor Akbar, where the foundations of a new Syncretistic faith, Din-e-Ilahi were laid by Akbar.

• Anup Talao: A ornamental pool with a central platform and four bridges leading up to it. Some of the important buildings of the royal enclave are surround by it including, Khwabgah (House of Dreams) Akbar's residence, Panch Mahal, a five-storey palace, Diwan-i-Khas (Hall of Private Audience), Ankh Michauli and the Astrologer's Seat, in the south-west corner of the Pachisi Court

• Hujra-i-Anup Talao: Said to be the residence of Akbar's Muslim wife, although this is disputed due to its small size.

• Mariam-uz-Zamani's Palace: The building of Akbar's wife, Mariam-uz-Zamani shows Gujarati influence and is built around a courtyard, with special care being taken to ensure privacy.

• Naubat Khana: Also known as Naqqar Khana meaning a drum house, where musician used drums to announce the arrival of the Emperor. It is situated ahead of the Hathi Pol Gate or the Elephant Gate, the south entrance to the complex, suggesting that it was the imperial entrance.

• Pachisi Court: A square marked out as a large board game, the precursor to modern day Ludo game where people served as the playing pieces.

• Panch Mahal: A five-storied palatial structure, with the tiers gradually diminishing in size, till the final one, which is a single large-domed chhatri. Originally pierced stone screens faced the façade, and probably sub-divided the interior as well, suggesting it was built for the ladies of the court. The floors are supported by intricately carved columns on each level, totalling to 176 columns in all.

• Birbal's House: The house of Akbar's favorite minister, who was a Hindu. Notable features of the building are the horizontal sloping sunshades or chhajjas and the brackets which support them.
Other buildings included Taksal (mint), 'Daftar Khana (Records Office), Karkhanas (royal workshop), Khazana (treasury), Turkic styled Baths, Darogha's Quarters, stables, Caravan sarai, Hakim's quarters etc.

How to reach:
Fatehpur Sikri is about 39 km. from Agra. The nearest Airport is the Agra Airport also known as Kheria Airport at Agra at 40 km, nearest railway station is the Fatehpur Sikri railway station, around one km. from city centre . It is suitably connected to Agra and neighboring centers by road, where regular bus services of UPSRTC ply, apart from Tourist buses and taxies.






Pic.: 1.Panch Mahal, 2.Buland Darwaza, 3.diwan-e-khas

Thursday, February 21, 2013

Ajanta Cave painting - a 19th century photograph






Aaswan Bhraman Travelogue by Dr. Nafia Farzana



আসওয়ান ভ্রমণ




Pic: 1.Pyramid, 2.felucca in Lake Naser, 3.Sfynx


আসওয়ান, কায়রো থেকে ৮৬৮ কিলোমিটার দূর, মিশরের একেবারে দক্ষিণ সীমান্তে নীল নদের তীরে অবস্থিত একটি শহর। এই শহরটি বিখ্যাত এর গ্রানাইট পাথরের জন্য।প্রাচীন আমলে নীল নদ দিয়ে এই গ্রানাইট পাথর নৌকা করে নিয়ে যাওয়া হতো মিশরের বিভিন্ন শহরে।এমনকি “গিজায়” অবস্থিত পিরামিড গুলোও তৈরি হয়েছে এখানকার গ্রানাইট পাথর দিয়ে।

কায়রো থেকে ট্রেন ,বাস অথবা প্লেন এই তিন ভাবে আসওয়ান যাওয়া যায়। প্লেনে যেতে এক ঘন্টা মত সময় লাগে আর বাস/ট্রেনে যেতে সময় লাগে ১২ ঘন্টা । সময় থাকলে ট্রেন জার্নি আরামপ্রদ এবং সাশ্রয়ী। আমরা সকাল ১০টায় গন্তব্যে পৌঁছে রেল স্টেশনে দাড়িয়ে আছি এবং আমাদের অচেনা গাইডকে খুঁজে বেড়াচ্ছি ভিড়ের মাঝে। হটাৎ একটা অল্প বয়সের ছেলে এসে আমাদের পরিচয় দিল তার নাম “রেমি” এবং এই যাত্রায় সেই আমাদের গাইড এর মহান দায়িত্ব পালন করবে। একাধারে বলে গেল সে ইংলিশ, আরবি, রোমান ও ফ্রেঞ্চ ভাষায় অনর্গল কথা বলতে পারে। আমরা ইংরেজি ভাষাটাকেই ধারা বর্ণনার মাধ্যম হিসেবে বেছে নিলাম।

প্রথমে আমাদের গাইড আমাদের নিয়ে গেল “হাই ড্যাম অফ আসওয়ান” দেখাতে। এটি নীল নদের উপর একটি বাঁধ প্রকল্প যা ১৯৬০ থেকে ১৯৭০ সাল নাগাদ তৎকালীন মিশরিও প্রেসিডেন্ট “নাসের” তৈরি করেন রাশিয়ার আর্থিক সাহায্য নিয়ে। এই বাঁধের জন্য মিশর বন্যা থেকে রক্ষা পেয়েছে এবং সাথে সাথে কৃষি এবং বিদ্যুৎ উন্নয়নে বিপুল উন্নতি সাধন করেছে । এই বাঁধের এক পাশে তৈরি হয়েছে মানব নির্মিত অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ “লেক নাসের”। এর এক পাশে সুদান এবং আরেক পাশে মিশর অবস্থিত। সৃষ্টিকর্তা যেন বিশেষ এক নীল রঙ দিয়ে এই জলের রেখা এঁকেছেন। নদী এত নীল হয় এর আগে আমি কখনো দেখিনি। “হাই ড্যাম অফ আসওয়ান” দেখে আমরা রওনা দিলাম “ফিলি আইল্যান্ড” এ “টেম্পল অফ আইসিস” দেখতে। লেক নাসের দিয়ে দু-ভাবে এই দ্বীপে যাবার ব্যবস্থা আছে “ফেলুকা” নামক স্থানীয় এক ধরণের পাল তোলা নৌকা এবং মটর চালিত নৌকা। সাথে আমাদের ৪ জন ক্ষুদে সদস্যদের দুরন্তপনার কথা মাথায় রেখে আমরা মোটর চালিত নৌকাই বেছে নিলাম। এখানে জলের পাশে বাড়ী ও পাড়ের বালুর রঙ হল স্বর্ণাভ হলুদ। এই দুইয়ের মাঝে সাদা ফেলুকা গুলো কে গরবিত রাজহাঁসের মত দেখাচ্ছে। ১৫ মিনিট পর পৌঁছে গেলাম ফিলি আইল্যান্ড এর “ টেম্পল অফ আইসিস”এ। খ্রিস্টের জন্মের ৬৯০ বছর আগে এই টেম্পলটি তৈরি হয়েছে দেবী আইসিস কে নিবেদন করে। এখানে এসে আমাদের গাইড তার কথার জাদু শুরু করে দিল। আমাদেরকেই রাজা রানি বানিয়ে অসাধারণভাবে মূর্ত করে তুললো হাজার বছরের পুরনো পৌরাণিক কাহিনী কে। গল্প শেষে আধ ঘণ্টা সময় বেঁধে দিল ছবি তুলতে আর মনের মত করে দ্বীপটাকে উপলব্ধি করতে। বিভিন্ন কায়দায় ছবি তুললাম আমরা সবাই। দৃষ্টি দিয়ে যা উপভোগ্য ছবি তোলার পর দেখলাম প্রকৃতি ঠিক তেমনটা ছবিতে ধরা দেয়না। কিছুটা ক্যামেরায় আর বাকিটা মনের খাতায় লিখে নিয়ে গেলাম। এবার যাবার পালা নদীতে অপেক্ষমান আমাদের “নাইল ক্রুজে”। বিকেলে আমাদের কে “এলিফেন্ট আইল্যান্ড” আর “কিচনার আইল্যান্ড” দেখাবার প্রতিশ্রুতি দিয়ে রেমি তখনকার মত বিদেয় নিলো। আমাদের ক্রুজের নাম “এসাডরা”। ঢাকা-বরিশাল যাতায়াতকারী লঞ্চের মতই এর সাইজ তবে অন্দর সজ্জা এবং আধুনিকায়নে সম্পূর্ণ ফাইভ স্টার হোটেলের মত। এর লবি, বার, সুইমিং পুল, সান-ডেক এবং রুম গুলো অত্যন্ত পরিপাটি। মন ভালো হবার পরিবর্তে একটু খারাপ হল দেশের কথা মনে করে। নদীমাতৃক আমাদের বাংলাদেশে এমন একটা ক্রুজ চালান খুব কি কঠিন? সদরঘাট থেকে কুয়াকাটা পর্জন্ত এমন একটা ক্রুজে হলে কত মানুষ ঢাকা শহরের হাঁপিয়ে ওঠা জীবন থেকে ছুটি নিয়ে বেড়াতে পারত খানিকটা সময়ের জন্য। অন্য রকম একটা ভ্রমণ অভিজ্ঞতা হতো সবার।
দুপুরে খাবার খেয়ে লবিতে অপেক্ষা করছি পরবর্তী গন্তব্যের জন্য। বিকেলে আরেকটা মোটর চালিত নৌকা করে ঘুরে বেড়ালাম লেক নাসেরে, দেখলাম “এলিফেন্ট আইল্যান্ড” এবং “কিচনার আইল্যান্ড”। এলিফেন্ট আইল্যান্ড হল “নুবিয়ান” সম্প্রদায়ের একটি দ্বীপ। এখনো সুদানী বংশভূত এই আদিবাসীরা তাদের নিজস্ব প্রাচীন ঐতিজ্য কে ধরে রেখেছে তাদের জীবন ধারায়। এমন অনেক নুবিয়ান সম্প্রদায়ের গুচ্ছগ্রাম মিশরের বিভিন্ন জায়গাতে পর্জটন-কেন্দ্র হিসেবে ছড়িয়ে আছে। এখানে জানাতে ইচ্ছে হচ্ছে যে ১৯৮১ সালে নিহত তৎকালীন প্রেসিডেন্ট “আনোয়ার সাদাত” ছিলেন নুবিয়ান বংশভূত একজন মিশরিও। “কিচনার আইল্যান্ড” হল শত রকমের পাখ-পাখালি তে পরিপূর্ণ অপরূপ একটি দ্বীপ। এই আসওয়ানে ব্রিটিশ শাসক “লর্ড কিচনার” ১৮৯০ সালে ৬ হেক্টর জায়গা নিয়ে এটি তৈরি করেন তাই তার নাম অনুসারে এই দ্বিপের নাম রাখা হয়েছে। প্রকৃতির এই অসীম সৌন্দর্জ্যে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিলো। অনেকবার মানস ভ্রমণে মিশর ঘুরেছি আজ দিব্য দৃষ্টিতে দেখে গেলাম প্রকৃতির এই অপার সৌন্দর্জ্যকে। দুই পারে কালের সাক্ষী হয়ে পুরনো মসজিদ, মন্দির ,বাড়ী, সারি সারি দারিয়ে আছে। মাঝে মাঝে সাদা বক আর কাল বক উড়ে যাচ্ছে ঝাঁক বেঁধে। প্রত্যেকের হাতে যা ছিল ক্যেমেরা, আইপ্যাড সারাক্ষণ চলছে, যেন এক টুকরো আসওয়ান সাথে নেবার পায়তারা। প্রাকৃতিক সৌন্দযে আমরা যখন বিমূঢ় তখন আমাদের জ্যোতির্ময় দাদা কবিতা লেখায় মশগুল। এ জীবনের সব আবেগ ও প্রতিভা ঢেলে তিনি কবিতা লিখে চলেছেন মিশরকে নিয়ে। কিন্তু ক্ষুদে সদস্যদের অতি আগ্রহে (যন্ত্রণায়) লেখা বেশিদূর এগোতে পারে না। জ্যোতিদার পুরো নাম জ্যোতির্ময় হলেও বাচ্চারা তাকে ময়দা আঙ্কেল ডেকে দারুন আনন্দ পেত। পুরো ভ্রমণে জ্যোতিদা বাচ্চাদের আজব সব প্রশ্নের ততোধিক আজব সব উত্তর দিয়ে তাদেরকে মাতিয়ে রাখতেন। আনন্দপূর্ণ ও মজার স্মৃতি গুলো নিয়ে নৌবিহার শেষে সন্ধ্যায় ফিরে এলাম লঞ্চে।

রাতে খেয়ে আমাদের গাইডের সাথে বেরিয়ে পরলাম আসওয়ানের বাজার গুলো ঘুরে দেখতে। বাজার কে এখানে “সুক” বলে। দোকানে গুলোতে টুরিস্টদের ওরা এখানকার একটি মজার পানীয় “হাইবিস্কাস জুস” খাইয়ে আমন্ত্রণ জানায় । এটি হল জবা ফুলের রস। প্রায় প্রতিটি বাজারে বিভিন্ন দোকান এরা জবা ফুলের পাপড়ি, গোলাপ ফুলের পাপড়ি বিক্রি করে। বাজার গুলোতে আফ্রিকার নানান দেশের নানান রকমের মুখোস, পিরামিড, তুতেন খামেনের ও নেফারতিতির মূর্তি, বাদ্য যন্ত্র ,হুক্কা পাওয়া যায় সুভেনির হিসেবে। কিছু কিনতে গেলে একেবারে নির্লজ্জের মত দামাদামি করতে হয় প্রতিটি দোকানে। টুরিস্টদের ঠকাতে এদের জুরি নেই। মোটামুটি কিছু সৌখিণ জিনিস কিনে ফিরে এলাম ক্রুজে।

রাতে আমাদের ক্রুজ আসওয়ান ছেড়ে “এডফু” নামক আরেকটি বন্দর শহরের উদ্দেশ্যে রওনা দিল। ভোর বেলা ঘুম ভেঙ্গে দেখি নিঃশব্দ গতিতে এগিয়ে চলছে পরবর্তি গন্তব্যে। রেখে গেলাম প্রায় ৬০০০ কিলোমিটার দূর থেকে আসা বাংলাদেশের এগারো জনের পদচিহ্ন আর সাথে নিয়ে গেলাম অসাধারণ কিছু ভাল লাগা স্মৃতি।

Pic: Temple of Isis in philae island

The writer is a practicing Psychiatrist, she
lives in Dhaka, Bangladesh with her family.

Photograph courtesy: Writer